মিরন নাজমুল : করোনাভাইরাস মহামারীর তৃতীয় ঢেউয়ে স্পেনে ভয়াবহ হারে বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ বুধবার ২০ (জানুয়ারি) দেশটির স্বাস্থ্য বিভাগ একদিনে ৪১ হাজার ৫৭৬ জন আক্রান্তের সংখ্যা নিবন্ধন করেছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।
এদিন দেশটিতে ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা ছিলো ৪৬৪ জন। এ নিয়ে স্পেনে মোট মৃতের
সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৬ শত ৩৭ জনে। মোট আক্রান্ত ২৪ লাখ ১২ হাজার ৩শ জনের বেশি।
স্পেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ৮ ডিসেম্বর যেখানে দেশটিতে নতুন আক্রান্তের
সংখ্যা ছিলো ৪৫ হাজারে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ২২৯ জনে। প্রতি এক
লাখে স্পেনে ৭৩৬ জন আক্রান্ত হচ্ছে। সংক্রমণের এ হারকে চরম ঝুঁকির স্তর বলে জানাচ্ছেন
দেশটির মহামারী বিশেষজ্ঞরা।
এদিকে, গত এক সপ্তাহে মৃতের হার বেড়েছে প্রতি শতাংশে ২.৪৫ ভাগ। সবচেয়ে বেশি মৃতের হার ভ্যালেন্সিয়াতে ৭.৮ ভাগ।
আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির
সংখ্যাও। বর্তমানে স্পেনে হাসপাতালগুলোর শতকরা প্রায় ২০ ভাগই কোভিড-১৯ রোগীদের দখলে।
দিন দিন বাড়ছে আইসিউ সঙ্কট। মহামারীর তৃতীয় ধাপের প্রথম দিকেই আইসিউর প্রায় ৩৫ শতাংশ
সিট পূর্ণ হয়ে গেছে।
দেশটির গুরুত্বপূর্ণ শহর মাদ্রিদ, কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, বালেয়ারেস ও কাস্টিয়া
লা মানছাতে আইসিউ করোনা রোগীদের দখলে চলে গেছে প্রায় ৪০ শতাংশের ওপরে। স্বাস্থ্য বিভাগ
মনে করছে, এভাবে করোনা রোগীদের দখলে আইসিউ চলে গেলে শিগগির সঙ্কটের মুখে পড়তে হবে।
বুধবার স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা বলেছেন, এ পর্যন্ত স্পেনে ১০ লাখের বেশি
মানুষকে টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার জনকে প্রথম ডোজের পরে দ্বিতীয় ডোজ
দেওয়া হয়েছে। বর্তমানে দ্বিতীয় ধাপে সত্তর থেকে আশি বয়সের বেশি নাগরিকদের টিকা
দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
Post A Comment:
0 comments: