প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের বিশ্বনাথ উপজেলার তাফসীরুল কোরআন সংস্থা, রামপাশা  আয়োজন করতে যাচ্ছে তাফসীর ও কেরাত মাহফিল।

আগামী ২৪ এবং ২৫শে জানুয়ারি, র


বি ও সোমবার রামপাশা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এ তাফসীর ও কেরাত মাহফিল।

মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে তাফসীর পেশ করবেন  বাংলাদেশের বিশুদ্ধ তিলায়াত ও কিরাতের পথপ্রদশক ইমামুল কারী ইউসুফ সাহেবজাদা বিশ্ব বিখ্যাত কারী শাইখ আহমেদ বিন ইউসুফ আল হাজারী (ঢাকা) ।

এছাড়াও তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাস্সীরে কোরআন হযরত মাওলানা শায়খ তরিকুল্লা ( যুক্তরাজ্য) , হযরত মাওলানা মুফতি শাখয়াত হোসেন (ঢাকা), হযরত মাওলানা সাদিকুর রহমান আযহারী ( ঢাকা), মুফতি রবিউল ইসলাম হাবিবী (ঢাকা)।

এ সময় তিলায়াত করবেন বিশ্বজয়ী হাফেজ হুসাইন আহমেদ।

মাহফিলে সবস্তরের মুসলমানদের উপস্তিত থাকার জন্য তাফসীরুল কোরআন সংস্থা, রামপাশার সভাপতি এম মাহবুব আলম ও সাধারন সম্পাদক আবু সুফিয়ান অনুরোধ জানিয়েছেন।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: