জনপ্রিয় অনলাইন : বন্ধুসুলভ মহিলা সংগঠন বার্সেলোনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গত ২০ ডিসেম্বর  বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় এ উৎসব। প্রবাসে ব্যস্ত জীবনে পিঠা তৈরী করা বেশ কষ্টসাধ্য ব্যাপার তারপরও এ উৎসবে বার্সেলোনার গৃহিণীদের তৈরি নানা স্বাদের প্রায় ৩৫ ধরণের পিঠা পুলি প্রদর্শন করা হয়। পিঠার মধ্যে ভাপা, খোলা চিতই, দুধ চিতই, দুধপুলি, পাটিসাপটা, নকশি, ফুলঝুরি, প্রাণহারা, চুকটি ছিল উল্লেখযোগ্য।

আয়োজক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিউলি আক্তার, দিলরুবা আফরুজা, আফরুজা বেগম শিউলী, নিগার হোসাইন, আতিকা ইফাত, কনিকা দাস, ফারাহ নাসরিন, কাকন খান, দিপা নুরতাজ, তামান্না পারভেজ প্রমুখ।

উৎসবে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোহামেদ কামরুল, জালালাবাদ এসোসিয়েশন বার্সেলোনার সভাপতি কামরুজ্জামান কামরুল এবং স্পেন বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এম. লায়েবুর রহমান।

কেক কাটার মধ্যদিয়ে উৎসবে আগত অতিথিদের মাঝে প্রদর্শিত পিঠা পরিবেশন করা হয়।

মূলত, প্রবাসে নব প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি উপস্থাপন এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই এ উৎসব জানালেন বন্ধুসুলভ মহিলা সংগঠন বার্সেলোনার সভাপতি শিউলি আক্তার। ।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: