জনপ্রিয় অনলাইন : ইউরোপীয় ইউনিয়ভুক্ত ২৭টি দেশে রবিবার (২৭ ডিসেম্বর) থেকে করোনাভাইরাসের টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে।  এর আগে ২১ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা ফাইজার/বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়।

ইতোমধ্যে ইউরোপীয় দেশগুলোতে টিকা পৌঁছাতে শুরু করেছে। শনিবার ফ্রান্সে টিকার প্রথম ডোজ পৌঁছেছে। কিন্তু শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ব্রিটেনে করোনার যে নতুন ধরণ ছড়িয়েছে তা ফ্রান্সেও শনাক্ত হয়েছে।

এদিকে ইইউভুক্ত দেশগুলোতে টিকা দেয়ার কাজ শুরুর এ সময়ে ব্রিটেনে ছড়ানো নতুন করোনাভাইরাসের কারণে ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন জোরদার করা হয়েছে। ভাইরাসটিকে আরো সংক্রামক মনে করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকাতেও ভাইরাসের এ নতুন ধরন শনাক্ত হয়েছে। তবে দেশটি ব্রিটেনের সঙ্গে দ্বিমত করে বলছে, এটি ইংল্যান্ডের দাবির মতো ভয়াবহ নয়। ইংল্যান্ডে নতুন ধরনের ভাইরাস আতংকে লাখ লাখ লোক কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়েছে। 

সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দেশটির ৪০ শতাংশেরও বেশি লোক কঠোর নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকা দে্রয়ার কাজ শুরু হওয়ার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সতর্ক করে বলেছেন, “এই মহামারি থেকে বেরিয়ে আসার একটা পথ করে দিচ্ছে টিকা। কিন্তু পুরো বিশ্বকে টিকার আওতায় আনতে অনেক সময় লেগে যাবে।”

এছাড়া পোপ বড়দিনের বার্তায় সকলকে টিকার আওতায় আনতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: