জনপ্রিয় অনলাইন : বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রাণহানি প্রায় ১১ হাজার ১০০ মানুষের। নতুন রোগী শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি। এ নিয়ে বিশ্বের মোট মৃতের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৭৮ লাখের বেশি।
যুক্তরাষ্ট্র আবারো হয়েছে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। দেশটিতে ২৪ ঘণ্টায়
সংক্রমিত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। এ নিয়ে সেখানকার মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২
লাখ। নতুন ১৯শর বেশি মৃত্যু নিয়ে দেশটির মোট প্রাণহানি ২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।
ইউরোপে ভয়াবহ হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি প্রাণহানি
ইতালিতে, প্রাণ গেছে ৭শ মানুষের। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৭ হাজার বেশি। ইতালির পর
ফ্রান্সে ৬৩৪ জনের প্রাণহানি হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাস মিলেছে প্রায় ২৩ হাজার
মানুষের দেহে।
এদিকে মেক্সিকোতে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এছাড়াও ভারতে নতুন করে প্রাণ গেছে ৫৬২
জন মানুষের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজারের বেশি। নতুন রোগী শনাক্ত
৪৬ হাজারের বেশি।
Post A Comment:
0 comments: