লায়েবুর রহমান : জাতীয়তাবাদী যুবদল বার্সেলোনার শাখার নতুন কার্যকরি কমিটি ঘোষনা করা হয়েছে।  কাতালোনিয়া বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি তিন বছরের জন্য ঘোষনা করা হয়।

কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের সভাপতি শফিউল আলম শফি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে নবগঠিত কমিটি ঘোষণা করার পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করেন।

নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমদ, সাধারণ সম্পাদক ইফতেকার হোসেন কাসেম, সিনিয়র সহ সভাপতি আজমল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাজু হোসেন এনং সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ প্রমুখ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা বর্তমান এ কমিটিকে বহির্বিশ্বে যুবদলের সবচেয়ে শক্তিশালী ইউনিটে পরিনত করতে সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে আনন্দ উজ্জাপন করেন।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারী মাসে যুবদলের পুরাতন কমিটি বিলুপ্ত করে যুবদলের নতুন কমিটি তৈরি করে দিতে নুরুল ইসলাম, শফিউল আলম শফি, আজমান আলী, হারুন রশীদ, শফিক খান, এম লায়েবুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: