জনপ্রিয় অনলাইন : স্পেনের বাংলাদেশ দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুনরায় কবে দূতাবাস চালু করা হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

গত রোববার দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সম্প্রতি দূতাবাসের একজন কর্মচারীর শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়লে মাদ্রিদের স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে দূতাবাসের কনস্যুলার সেবা গত সোমবার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় দূতাবাস বন্ধ থাকাকালীন যদি কোনো প্রবাসীর
জরুরী প্রয়োজন থাকে, তবে তাদেরকে দূতাবাসের ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে
বলা হয়েছে।
সেবা কার্যক্রম অস্থায়ীভাবে
বন্ধে প্রবাসীদের যে সাময়িক অসুবিধা হবে, সেজন্য দূতাবাস দুঃখ প্রকাশ করে জানায়, শীগগিরই
কনস্যুলার সেবা পুণরায় চালু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দূতাবাস।
Post A Comment:
0 comments: