জনপ্রিয় অনলাইন : হেফাজতে ইসলামের সম্মানীত আমির, হাটাজারী মাদ্রাসার সদরুল মুহতামিম, কৌওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়াম্যান শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি (রাহ) এর ইন্তেকালে সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনার উদ্যোগে আজ ১৮ই সেপ্টেম্বর ২০২০ দারুল আমাল জামে মসজিদ বার্সেলোনা স্পেনে তাৎক্ষণিক এক দু’আ মাহফিলের আয়োজন করা হয়।
সিরাতে মুস্তাক্বীমের অন্যতম মুরাব্বি শায়খ মাওলানা মতিউর রাহমানের সভাপতিত্বে ও শুরা সদস্য হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদির উপস্থাপনায় উপস্থিত দু’আ মাহফিলে তাঁর জীবনের ভিবিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন তাঁর মত এত উঁচু মাপের আলেমের বিয়োগ পুরন হবার নয়। শীর্ষ এ আলেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁকে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছিল। বক্তারা বলেন আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
উক্ত সভায় বক্তব্য রাখেন সিরাতে মুস্তাক্বীমের শুরা সদস্য
মাওলানা ইলিয়াছ আহমদ, শুরা সদস্য হাবিবুর রাহমান রাশেদ, দারুল আমাল মসজিদের ইমাম মাওলানা
আজমুল ইসলাম সেলিম, মাওলানা জাহেদ আহমদ, মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
সভায় আগামি মাসে বার্সেলোনায় তাঁর বর্নাঢ্য জীবন ও কর্ম
শীর্ষক আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। পরিশেষে হযরতেরই হাতে গড়া ছাত্র শায়খ মাওলানা
ইলিয়াছ আহমদ সাহেবের দু’আর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Post A Comment:
0 comments: