জনপ্রিয় অনলাইন: এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকে। ন্যু ক্যাম্পে ভক্ত-সমর্থকদের বিক্ষোপের দৃশ্যও তাদের ‘বিশ্বাসী’ মনকে টলাতে পারছে না। লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন- কথাটা মেনে নিলেও তাদের যুক্তি ভিন্ন। বার্সেলোনার বর্তমান বোর্ডকে সরাতেই আর্জেন্টাইন অধিনায়ক প্রাণের ক্লাব ছাড়ার হুমকি দিয়েছেন! সামনের নির্বাচনে কাতালান ক্লাবটির সভাপতি প্রার্থী ভিক্তর ফন্তও কিন্তু তেমন কিছুরই আভাস পাচ্ছেন। তার বিশ্বাস, বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করলেই ন্যু ক্যাম্পে থেকে যাবেন মেসি।


মঙ্গলবার রাতে ইএসপিএন ফোমা ফাটায়, বার্সেলোনা ছাড়তে বোর্ডের কাছে অনুরোধ করেছেন মেসি। বুরোফ্যাক্সের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। তখন থেকেই উত্তাল ফুটবল বিশ্ব।

মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন নতুন নয়। অনেক বছর ধরেই তার ইউরোপের বিভিন্ন ক্লাবে যাওয়ার গুজব ছড়িয়েছে। তবে এবারের বিষয়টি একেবারে ভিন্ন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলের হারের পর ন্যু ক্যাম্পের বাতাস ভারী হয়ে উঠেছে তার কাছে। আগে থেকেই ছিল বিভিন্ন ঝামেলা। বিশেষ করে, বর্তমান বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব তার বার্সেলোনা ছাড়ার ভাবনায় প্রভাবক হিসেবে কাজ করেছে।

বার্তোমেউয়ের বোর্ডের সঙ্গে বেশ কয়েক দফা ঝামেলা হয়েছে মেসি ও দলের সিনিয়র খেলোয়াড়দের। গত গ্রীষ্মের দলবদলে নেইমারকে নিয়ে আসতে ব্যর্থ হওয়া কিংবা মৌসুমের মাঝপথে কোচ পাল্টিয়ে ‘অখ্যাত’ কিকে সেতিয়েনের হাতে দায়িত্ব তুলে দেওয়ার বিষয়গুলোতে ক্ষুব্ধ ছিলেন তিনি বোর্ডের ওপর।

গত ফেব্রুয়ারির ঘটনা ছিল আরও ভয়ঙ্কর। কাতালান রেডিও কাদেনা এসইআর জানায়, বার্সেলোনার সাবেক-বর্তমান খেলোয়াড় ও সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীর বিরুদ্ধে অপবাদ ছড়াতে আইথ্রি নামের প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছেন বার্তোমেউ। বার্সেলোনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখার সঙ্গে মেসি-পিকের মতো দলের সেরা খেলোয়াড়দের নামে ‘অপ্রচার’ চালিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুর্নাম ছড়াতে ২০১৭ সাল থেকে বার্তোমেউয়ের পক্ষে কাজ করেছে জনসংযোগ প্রতিষ্ঠান আইথ্রি।

সেবার আত্মপক্ষ সমর্থন করে আইথ্রির সঙ্গে চুক্তি বাতিল করে ঘাড় বাঁচিয়েছিলেন বার্তোমেউ। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর পালাবদলে যোগ করা নতুন কোচ রোলান্ড কোম্যানের পরিকল্পনায় আবারও অসন্তুষ্টি মেসির। শোনা যাচ্ছে, কোম্যানের পরিকল্পনায় নেই লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারকে নাকি ন্যু ক্যাম্প ছাড়ার পথ দেখানো হয়েছে। বার্সেলোনার অল্পবিস্তরও যারা খোঁজখবর রাখেন, তাদের অজানা থাকার কথা নয় সুয়ারেজের সঙ্গে মেসির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটা মধুর। তার ন্যু ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তে সুয়ারেজের বিষয়টিও রাখতে পারে বড় ভূমিকা।

দিনে দিনে জমানো মেসির ক্ষোভের এবার বিস্ফোরণ ঘটেছে। বার্তোমেউয়ের বোর্ডের কারণেই যেহেতু ন্যু ক্যাম্পে মেসির দম বন্ধ হওয়া অবস্থা, তাই তিনি পদত্যাগ করলেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড থেকে যাবেন বলে বিশ্বাস ফন্তের। সামনে বছরের মার্চে হতে যাওয়া নির্বাচনে সভাপতির দৌড়ে থাকা ফন্ত স্প্যানিশ রেডিও ওন্দা সেরোর এক অনুষ্ঠানে বলেছেন, ‘মেসির থেকে যাওয়ার যদি কোনও পথ থাকে, সেটা হলো বার্তোমেউয়ের পদত্যাগ। মেসি এখানে আছে ২০ বছর। এই (চলে যাওয়ার) সিদ্ধান্ত নেওয়া তার জন্য কতটা কঠিন ছিল। তবে একই সঙ্গে এটা স্পষ্ট বুঝিয়ে দেয় তার ক্ষোভের মাত্রা কতটা।’

মেসির বিদায় এভাবে চান না বার্সেলোনার সভাপতি প্রার্থী, ‘(বায়ার্ন মিউনিখের কাছে) ৮-২ গোলের হারের পর আমরা মনে করেছিলাম আঘাতটা তাদের (বার্তোমেউয়ের বোর্ড) জায়গা মতো লেগেছে, কিন্তু সেটা হয়নি। লিও বার্সেলোনার কিংবদন্তি। তার চলে যাওয়ার বিষয়টি কোর্টে নির্ধারণ হবে, এটা মোটেও কাম্য নয়। আশা করছি ভালো একটা মীমাংসা হবে।’

মেসির চলে যাওয়ার সিদ্ধান্ত যে হঠাৎ নয়, সেটিও জানিয়েছেন ফন্ত, ‘মেসির কাছের মানুষজন আমাকে বলেছে, হুট করে সে এই সিদ্ধান্ত নেয়নি। এটা এমন নয় যে দুই আগে নিয়েছে, লিসবনের (চ্যাম্পিয়নস লিগ) হারের আগেই নেওয়া। আমরা কিন্তু আগেই সতর্ক করেছিলাম।’

২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি মেসির। এবারের দফায় তিন বছরের চুক্তি করার সময় একটি শর্ত রেখেছিলেন। চাইলে প্রত্যেক মৌসুম শেষে ফ্রি টান্সফারে তিনি ন্যু ক্যাম্প ছাড়তে পারবেন। এবারের মৌসুমে সেই সময় শেষ হয়েছে ৩১ মে। তবে করোনাভাইরাসের কারণে আগস্ট পর্যন্ত মৌসুম বাড়ায়, মেসির যুক্তি ৩১ আগস্ট পর্যন্ত চুক্তির শর্ত প্রযোজ্য। যে কারণে ওই সময় শেষ হওয়ার আগেই বার্সেলোনাকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: