জনপ্রিয় অনলাইন
: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি ধূমপান নিষিদ্ধ করেছে স্পেনের দুটি অঞ্চল। উত্তর-পশ্চিমের গ্যালিসিয়া ও ক্যানারি আইল্যান্ডে প্রকাশ্যে ও সড়কে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
বৃহস্পতিবার স্পেনের জনপ্রিয় পর্যটন এলাকা ক্যানারি আইল্যান্ড ঘোষণা দেয়, মানুষ যখন একে অন্যের থেকে ২ মিটার (সাড়ে ছয় ফুট) দূরত্ব বজায় রাখতে পারবে না তখন ধূমপান নিষিদ্ধ থাকবে।
এছাড়া কর্তৃপক্ষ প্রকাশ্যে সব সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে এবং দশ জনের বেশি সমাগম ও নাইটক্লাবে উপস্থিতির সংখ্যা সীমিত করা হয়েছে।
এর আগে বুধবার গ্যালিসিয়াতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়। এর ফলে বারান্দা বা সড়কে কিংবা আশেপাশে মানুষ থাকলে এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
বৃহস্পতিবার ক্যানারিতে ৯৯ জন ও গ্যালিসিয়াতে ১০৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে নতুন শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩৫ জনে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৩৩৪ জন।
Post A Comment:
0 comments: