জনপ্রিয় অনলাইন : নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় ইতালিতে বাড়ানো হচ্ছে জরুরি অবস্থার সময়সীমা। দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে নিজেই এই ঘোষণা দিয়েছেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে ৩১ জুলাই পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়। তবে সম্প্রতি নতুন করে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বেড়ে যাওয়ায় চিন্তিত ইতালি সরকার।

শনিবার প্রধানমন্ত্রী কোঁতে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে ঘোষণা দেন যে, জরুরি অবস্থার সময়সীমা আরও বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি চিন্তা করে আমরা এ বছরের শেষদিন পর্যন্ত জরুরি অবস্থার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ছোঁবলে মৃত্যুপুরীতে পরিণত হয় ইউরোপের দেশটির। 

কয়েক মাস পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে নতুন করে সংক্রমণ দেখা দেয় সেখানে। এর জন্য বাংলাদেশি অভিবাসীদের দায়ী করে ইতালি কর্তৃপক্ষ।

বাংলাদেশ থেকে ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে ইতালি যাওয়া এসব অভিবাসীদের অনেকের মধ্যে ছিলেন ভাইরাসটিতে আক্রান্ত। 

এ নিয়ে দেশটিতে তোলপাড় শুরু হয়। এরপর বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দেয় ইতালি।

প্রসঙ্গত, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৯৫৪ জন মারা যান। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৩ হাজারেরও বেশি।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: