জনপ্রিয় অনলাইন ‌: সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা-২০১৮ অনুযায়ী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে ডা. সাবরিনা শারমিন হোসাইন কে (১১৬৭৯) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি হয়। আদেশে বলা হয়, যেহেতু ডা. সাবরিনা শারমিন সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং টেস্ট রিপোর্ট প্রদান ও অর্থ আত্মসাতের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এ জন্য আজ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে যেহেতু সরকারি কর্মকর্তা সরকারের অনুমতি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকা এবং অর্থ আত্মসাৎ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ডা. সাবরিনা শারমিন সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা -২০১৮’র ১২ (১) এর বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: