জনপ্রিয় অনলাইন : জার্মানিতে এক বাড়ির ওপর বিমান ভেঙে পড়েছে। স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েসেলের ওই দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।

পুলিশ প্রধান পিটার জানিয়েছেন, জরুরি সেবার জন্য ফোনকল আসার পর উদ্ধারকাজে যান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই প্রাপ্তবয়স্ক।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ছোট ওই বিমানটি মার্ল এলাকা থেকে যাত্রা করেছিল।

বিবিসি জানিয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আহত এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেশ কিছু ছবিতে দেখা গেছে, যে বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়েছে তার ছাদ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: