জনপ্রিয় অনলাইন : নভেল করোনাভাইরাসের টেস্ট নিয়ে জালিয়তি করা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ সাহেদ আত্মসমর্পণ না করলে পুলিশ তাকে ‘ধরে ফেলবে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে
এক সভার পর সাংবাদিকদের প্রশ্নে আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘করোনাভাইরাস পরীক্ষায়
জালিয়াতির ঘটনায় ছয় দিন ধরে লাপাত্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ
আত্মসমর্পণ না করলে পুলিশ তাকে ধরে ফেলবে।’
সাহেদ এখন কোথায় আছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
‘সাহেদ কোথায় সেটা সাহেদ জানে। সে কী ধরনের অন্যায় করেছে, আমাদের পুলিশ এবং র্যাব
সেগুলো তদন্ত করছে। তদন্ত রিপোর্ট এলে আমি আপনাদের জানাতে পারব তার অন্যায়ের গভীরতাটা
কতটুকু।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সে যে অন্যায় করেছে, তার
জন্য ইতিমধ্যে র্যাব ব্যবস্থা নিয়েছে। তাকে খোঁজা হচ্ছে। সে যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ
করতে হবে, না হয় পুলিশ তাকে ধরে ফেলবে।’
ইতিমধ্যে সাহেদের পাসপোর্ট জব্দ করার কথা মনে করিয়ে দিয়ে
মন্ত্রী বলেন, ‘দেশের বাইরে যাওয়ার তো কোনো উপায় নাই। বর্ডার যাতে ক্রস করতে না পারে,
সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সুত্র : দৈনিক আমাদের সময় ।
Post A Comment:
0 comments: