জনপ্রিয় অনলাইন : ১৪ দেশের নাগরিকদের ওপর থেকে ইউরোপে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তবে এ তালিকায় নেই মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও ব্রাজিল। আগামীকাল ১ জুলাই, বুধবার থেকেই ১৪টি দেশের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবেন।

এ তালিকায় অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জাপান, মরক্কো ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের পাশাপাশি রয়েছে আলজেরিয়া, জর্জিয়া, মনটেনেগ্রো, রুয়ান্ডা, সার্বিয়া, থাইল্যান্ড, তিউনেসিয়া ও উরুগুয়ে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় তাদের এ তালিকায় না থাকাটা অনুমিত হলেও চীনের বাদ পড়াটা অন্য কারণে। ইউরোপীয় কূটনীতিক সূত্রগুলো জানায়, চীন সরকার যদি ইইউ ভুক্ত দেশের নাগরিকদের তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়, তবে ইইউ এই তালিকায় চীনকেও অন্তর্ভুক্ত করবে।

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এরইমধ্যে চলাচল শুরু হয়েছে। ইউরোপের নাগরিকদের জন্য ইইউয়ের সীমান্ত কড়াকড়ি তুলে নেয়া হয়েছে। ব্রিটিশ পর্যটকদের জন্য ব্রেক্সিট চুক্তির আলোচনার অধীনে নতুন নিয়মে করা হয়েছে। ৩১ ডিসেম্বর ব্রেক্সিট কার্যকর হওয়ার আগ পর্যন্ত যুক্তরাজ্যের নাগরিকরা ইইউভুক্ত অন্যান্য দেশের নাগরিকদের মতোই সুবিধা পাবেন।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: