মোঃ সালাহ উদ্দিন,বার্সেলোনা:  দীর্ঘ প্রায় আড়াই মাস থেকে ইউরোপের অন্যতম বৃহত্তম দেশ স্পেনে চলছে জরুরি অবস্থা। করোনাভাইরাসের প্রকোপে নাজেহাল দেশটিতে এতদিন থেকে বন্ধ রাখা হয়েছিল সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল সেক্টরের সব রকমের জনসমাগম।

 ১৩ মার্চ থেকে জারি হওয়া লকডাউনের কারণে এতদিন দেশটির মুসলমান জনগোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা ছিল মসজিদে নামাজ আদায়ে।

স্পেনে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান পুরো ১১ সাপ্তাহ ধরে বঞ্চিত ছিলেন জুম্মাসহ মসজিদে জামাতে নামাজ আদায় করা থেকে। এমনকি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজ সবাইকে পড়তে হয়েছে নিজ নিজ ঘরে। আর সেজন্যই নানা উৎকণ্ঠার মধ্যে সময় পার করছিলেন দেশটির মুসলমান জনগোষ্ঠী। আবার কবে মসজিদের দরজা খুলে দেওয়া হবে, আর সবাই সঙ্গবদ্ধ হয়ে নামাজ আদায় করতে পারবেন সেই প্রত্যাশায়।

অবশেষে সীমিত পরিসরে হলেও এদেশের মুসলামানদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশটির কিছু অঞ্চলের নির্দিষ্ট কিছু মসজিদ। কঠোর নিরাপত্তা বিধান বজায় রেখে প্রায় আড়াই মাস পর গত শুক্রবার থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে মসজিদে মসজিদে আদায় হচ্ছে  জুম্মার নামাজ।

বিগত ২ সাপ্তাহ থেকে ক্রমাগত স্পেনের করোনার পরিস্থিতির উন্নতি হচ্ছে। মৃত্যুর হার কমে প্রায় শুন্যের দিকে এর পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমছে আক্রান্তের সংখ্যা।

সেজন্যই দেশটির সরকার বিভিন্ন অঞ্চল ভেদে শীতলতা এনেছে জরুরি অবস্থায়, যা ভাগ করা হয়েছে ৪টি ভিন্ন ধাপে। ১ জুন  সোমবার থেকে দেশটির ৭০ ভাগ অঞ্চলকে নিয়ে আসছে ২য় ধাপে। আর সরকারের এই শীতলতার কারণেই দেশটিতে বসবাস করা মুসলিম জনগোষ্ঠী সীমিত পরিসরে অল্প কিছু অঞ্চলে অনুমতি পেয়েছেন মসজিদে গিয়ে নামাজ আদায়ের।

৫ জুন শুক্রবার থেকে স্পেনের পর্যটন নগরী খ্যাত বার্সেলোনার সকল মসজিদ গুলোতে শান্তিপূর্ণ এবং পর্যাপ্ত নিরাপত্তা বিধান মেনেই পড়া হয়েছে পবিত্র জুম্মার নামাজ । নামাজ আদায়ের জন্য সবাইকে নিজ নিজ জায়নামাজ নিয়ে এবং বাসা থেকে ওযু পড়ে আসতে হয়েছে।

এসএ টিভি(বাংলাদেশ) নিউজ দেখতে ক্লিক করুন -




Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: