জনপ্রিয় অনলাইন : এক যুগেরও বেশি সময় ধরে ফুটবলে রাজত্ব
করে চলেছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। মাঠ ও মাঠের বাইরে এই দুজনের দ্বৈরথেই
মোহাবিষ্ট পুরো ফুটবল বিশ্ব। তবে রোনালদো ভক্তদের জন্য সুখবর, লিওনেল মেসির আগেই বিলিয়নিয়ার
হিসেবে নাম লেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো।
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবেই এই কীর্তি পর্তুগিজ তারকার।
রেকর্ড তো বলাই যায়।
মাত্র তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়লেন
রোনালদো। এর আগে গলফ কিংবদন্তি টাইগার উডস এবং বক্সার ফ্লয়েড মেওয়েদার এই মাইলফলক স্পর্শ
করেছেন।
কর এবং বিভিন্ন ফি কাটার আগে রোনালদো গত বছর ১০৫ মিলিয়ন
ডলার আয় করেছেন যা তাকে ফোর্বস ম্যাগাজিনের শীর্ঘ ১০০ তারকার মধ্যে চতুর্থ স্থানে নিয়ে
যায়।
বর্তমান ক্লাব জুভেন্তাসের সঙ্গে রোনালদোর যে চুক্তি তাতে
ক্যারিয়ার শেষে স্যালারি থেকে তার আয় দাঁড়াবে ৭৬৫ মিলিয়ন ডলার। ১৭ বছরের ক্যারিয়ারে
শুধু মাত্র খেলা থেকে এক পর্যন্ত তার আয় ৬৫০ মিলিয়ন ডলার।
অন্যদিকে লিওনেল মেসি ২০০৫ সালে বার্সেলোনা সিনিয়র দলে অভিষেকের
পর এখন পর্যন্ত আয় করেছেন ৬০৫ মিলিয়ন ডলার।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও সব অ্যাথলেটদের চেয়ে অনুসারী বেশি
রোনালদোর। ইন্সটাগ্রামে ২২২.৪ মিলিয়ন, টুইটারে ৮৫.৩ মিলিয়ন ও ফেইসবুকে ১১২ মিলিয়ন অনুসারী
সিআর সেভেনের।
Post A Comment:
0 comments: