জনপ্রিয় অনলাইন: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ইতালিতে এই সপ্তাহে সীমিত আকারে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালুর অনুমতি দেওয়া হবে। রবিবার দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে বলেছেন, ৪ মে ইতালির উৎপাদন ও নির্মাণ খাত পুনরায় চালু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রবিবার পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৩ হাজার ১২০ জন।
ইতালির অর্থনীতি পুনরায় চালু করার বিষয়ে পরিকল্পনার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন কন্তে।  মার্চের শুরুতে কঠোর লকডাউন জারি করা দেশটির অগ্রগতির দিকে বিশ্বের নজর রয়েছে। ইউরোপে করোনা মোকাবিলায় দেশটিকে মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কন্তে জানান, মে মাসের শুরুতে উৎপাদন পুনরায় চালু হবে। তবে সাধারণ জনসমাগমের স্থান যেমন বার ও রেস্তোরাঁ চালুর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। স্কুলগুলো বন্ধ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত।
লা রিপাবলিকানকে দেওয়া সাক্ষাৎকারে কন্তে বলেন, ৪ মে থেকে উৎপাদন থেকে নির্মাণ খাত পুনরায় চালুর জন্য আমরা কাজ করছি। এই লকডাউনকে আমরা আর দীর্ঘায়িত করে দেশের আর্থ-সামাজিক কাঠামোকে ঝুঁকির মুখে ফেলতে পারি না।
ইতালির প্রধানমন্ত্রী জানান, সবকিছুই সতকর্তার সঙ্গে চালু করতে হবে। এছাড়া সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: