জনপ্রিয় অনলাইন : করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গত চার সপ্তাহে বেকারের সংখ্যা ছাড়িয়েছে ২০ মিলিয়ন (২ কোটি)। এই সপ্তাহে যা ছিল ৫.২ মিলিয়ন।

নতুন শ্রম বিভাগের এক রিপোর্টের বরাতে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।
গত শনিবার, ১১ এপ্রিলে প্রকাশিত রিপোর্ট অনুসারে ৫.২ মিলিয়ন মানুষ সেই সপ্তাহে বেকার ভাতার জন্য আবেদন করে যা তার আগের সপ্তাহে থাকা ৬.৬ মিলিয়নের থেকে কম।
তবে অর্থনীতিবিদরা বিষয়টিকে বিবেচনা করছেন। তাদের মতে, এই অর্থনৈতিক মন্দা এমন সময় দেখা দিয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ২৯ হাজার ছাড়িয়ে গেছে।
ক্রমশ বেকারত্ব বৃদ্ধির এই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সম্পূর্ণ বিপরীত। যেখানে বেকারত্বের হার থাকে শতকরা ৩.২ ভাগ, সেখানে ৪ সপ্তাহে তার দ্বিগুণ হয়ে গেছে এবং অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন খুব শিগগির এই হার ২ সংখ্যার ঘরে গিয়ে ঠেকবে।
ব্যাংকেন্ট ডট কমের সিনিয়র অর্থনৈতিক বিশ্লেষক মার্ক হ্যাম্রিক সংবাদ মাধ্যমকে বলেন, ‘বর্তমানে এই মন্দা পূর্বের সব মন্দার রেকর্ডকে ভেঙে দিচ্ছে’। তিনি আরো বলেন, ‘ভাইরাসের বিস্তার ও প্রভাব প্রশমিত করার লক্ষ্যে প্রচেষ্টা অবিলম্বে শেষ না হওয়া পর্যন্ত চাকরিক্ষেত্রে সম্ভাবনাগুলোতে নিকট-মেয়াদী উত্থান দেখা প্রায় অসম্ভব।’
এছাড়াও, অনেক অর্থনীতিবিদদের মতে, এই ঊর্ধ্বমুখী বেকারত্বের হার নামতে অনেক দেরি হবে এবং বিশেষজ্ঞরা বলেছেন মে মাশের শেষে বেকারত্বের সংখ্যা প্রায় ৩৭ মিলিয়ন ছুঁবে।
সুত্র .বিবিসি ।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: