জনপ্রিয়
অনলাইন : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে আরও
২৮৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় এই
মৃত্যুর সংখ্যা এক মাসের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
২৩ হাজার ১৯০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬৩৪ জন। একদিন আগে এই
সংখ্যা ছিল ২ লাখ ৫ হাজার ৯০৫ জন।
বর্তমানে
ইউরোপের সবচেয়ে করোনা দুর্গত দেশ স্পেন। গত ১৪ মার্চ দেশটিতে লকডাউন আরোপ
করা হয়। লকডাউনের মধ্যে বর্তমানে শিশুরাও কোনও কারণেই ঘরের বাইরে বের হতে পারে না।
তবে ১৪ বছরের কম বয়সী শিশুদের আগামী ২৬ এপ্রিল থেকে বাইরে বের হতে দেওয়ার ঘোষণা দেওয়া
হয়েছে।
গত
সপ্তাহে কঠোর বিধিনিষেধের মেনে চলার শর্তে কন্সট্রাকশন ও উৎপাদন কাজ শুরু করতে দেওয়া
হয়েছে।
বুধবার
পার্লামেন্টের কাছে জরুরি অবস্থার মেয়াদ আগামী ৯ মে পর্যন্ত বাড়ানোর আবেদন জানান প্রধানমন্ত্রী
পেদ্রো সানচেজ। মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে বিধিনিষেধ শিথিল শুরু হতে পারে বলে আশা প্রকাশ
করেন তিনি। তবে এই প্রক্রিয়া ধীর হবে বলে সতর্ক করেন তিনি।
Post A Comment:
0 comments: