বিজ্ঞপ্তিঃ স্পেনের
বার্সেলোনায় কভিড১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম প্রবাসী বাংলাদেশীর দাফন
সুস্থভাবে সম্পন্ন হয়েছে। মরহুম আব্দুস শহীদের মরদেহ সম্পূর্ণ ইসলামী নিয়মে ০৮
এপ্রিল ২০২০, দুপুর ০১.৩০ মিনিটে বার্সেলোনার ‘সিমেন্তেরিও দে কইয়েসেরলা রেসিন্ত
ইসলামিকো’ দাফন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে ‘এসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন
কাতালুনিয়া’র সভাপতি- মনোয়ার পাশা এবং সাধারণ সম্পাদক- নজরুল ইসলাম আবির মরহুমের
আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন
করেন। মরহুমের নিকট আত্মীয় আনসার আহমেদ এসোসিয়েশন সভাপতি মনোয়ার পাশাকে জানাজার
পুরো প্রক্রিয়াটি সম্পর্কে অবগত করেন বলেও বিজ্ঞপ্তিতে প্রকাশ পায়।
উলেখ্য, কভিড১৯ এ
আক্রান্ত হয়ে ৬ এপ্রিল বার্সেলোনার সান্তাকলমায় আব্দুস শহীদ (৫৭) মৃত্যুবরণ
করেছেন। রাজধানী মাদ্রিদের পর কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় এই প্রথম
করোনাভাইরাসে কোন বাংলাদেশী মৃত্যুবরণ করলো। এই নিয়ে স্পেনে মোট ৩ জন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। আব্দুস শহীদের বাড়ি সিলেটের সুনামগঞ্জের
চাতকের কাকুরা গ্রাম । মৃত্যুকালে তিনি
বার্সেলোনায় তার ৩ মেয়ে, ২ ছেলে ও পরিবার রেখে যান।
Post A Comment:
0 comments: