জনপ্রিয় অনলাইন : স্পেনে ভয়ঙ্কর রূপ ধারণ করা মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবা পড়েছে দেশটির অর্থনীতির ওপরও। করোনার কারণে স্থবির হয়ে পড়েছে দেশটির অর্থনীতির চাকা। যার ফলে সেখানে বেড়ে গেছে বেকারত্বের সংখ্যা।

বর্তমানে দেশটিতে বেকারত্বের সংখ্যা বেড়ে ৩৫ লাখে দাঁড়িয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। এর মধ্যে শুধু গত মার্চ মাসেই বেকার হয়েছে আট লাখের বেশি লোক।
দেশটির চলমান এই সংকট ১৯৩০ ও ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটকেও ছাড়িয়ে গেছে।
স্পেনের শ্রমমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ বলেছেন, দেশজুড়ে লকডাউনের কারণে মার্চ মাসে চাকরি হারিয়েছে আট লাখ ৩৪ হাজার মানুষ। লকডাউনের কারণে দেশটিতে ১২ এপ্রিল পর্যন্ত জরুরি সেবাকর্মী ছাড়া সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে।
তিনি বলেন, স্পেনে বেকার লোকের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩৫ লাখ মানুষ বেকার হিসেবে নিবন্ধন করেছে।
ডিয়াজ জানান,করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্ভিস সেক্টর। বার ও রেস্টুরেন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে দুই লাখ ৬ হাজার ১৬ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ বেকার হয়েছে নির্মাণখাতে। সেখানে বেকারত্ব বেড়েছে ২২ দশমিক ৯২ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে কৃষিখাত। এই খাতে ৬ হাজার ৫২০ বেকার হয়েছে, যা মোট বেকার হওয়া লোকের ৪ দশমিক ২৬ শতাংশ।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: