জনপ্রিয় অনলাইন : করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর
পর বেশ কিছু শীর্ষস্থানীয় রাষ্ট্র ও সরকারপ্রধানের সংক্রমিত হবার ঝুঁকি নিয়ে বেশ
কিছু খবর সংবাদ মাধ্যমে এসেছে।
এর মধ্যে আছে মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো নেতাদের
নামও।
![]() |
ব্রিটেনের একজন জুনিয়র মন্ত্রী নাদিন ডরিস
ব্রিটেনে একজন জুনিয়র
স্বাস্থ্য মন্ত্রী করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হবার পর দেশটির ক্ষমতার উচ্চ মহলে
কতদূর পর্যন্ত সংক্রমণ পৌঁছে গেছে - তা বের করতে উঠেপড়ে লেগেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
আক্রান্ত জুনিয়র স্বাস্থ্যমন্ত্রীর
নাম নাদিন ডরিস। গত বৃহস্পতিবার তার করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ ধরা পড়ে। স্বাস্থ্য
কর্মীদের যা ভাবিয়ে তুলেছে তা হলো সেদিনই মিজ. ডরিস ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী
বরিস জনসনের দেয়া এক সংবর্ধনায় যোগ দিয়েছিলেন।
![]() |
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন |
এখন স্বাস্থ্য কর্মকর্তারা
জরুরিভাবে এটা বের করার চেষ্টা করছেন যে নাদিন ডরিসের সাথে সম্প্রতি কার কার যোগাযোগ
হয়েছিল। মিজ ডরিস নিজে অবশ্য জানিয়েছেন যে তিনি এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই
অবস্থান করছেন।
আমেরিকায় ট্রাম্পের অনুষ্ঠানে
করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি
মঙ্গলবার বিবিসির খবরে
বলা হয়, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে করোনাভাইরাস সংক্রমিত এক ব্যক্তির
সংস্পর্শে আসার পর পাঁচজন রিপাব্লিকান কংগ্রেস সদস্য নিজেদেরকে কোয়ারেন্টিন করেছেন।
![]() |
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |
বলা হয়, ফেব্রুয়ারি
মাসের ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন।
মি. ট্রাম্প নিজেই জোর
দিয়ে বলেছেন, তিনি এর পর করোনাভাইরাস সংক্রমণের কোন পরীক্ষা করাননি, এবং তার স্বাস্থ্য
ভালো আছে।
সুত্র : বিবিসি ।
Post A Comment:
0 comments: