জনপ্রিয় অনলাইন : লিপ ইয়ার উপলক্ষ্যে “সিলেটি প্রিন্সেসেস” গ্রুপের সৌজন্যে দ্বিতীয় বারের মত গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। সিলেটের এক অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে বিভিন্ন অনলাইন ব্যবসায়ীদের নিয়ে ২৯শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

সিলেট শহরের জনপ্রিয় অনলানাইন ডেলিভারি প্রতিষ্ঠান “অনটাইম বিডি ডেলিভারি অ্যান্ড সার্ভিস” এর বিশেষ স্পন্সর সহযোগীতায় পরিচালিত হয় পুরো অনুষ্ঠানটি। এছাড়াও স্পন্সর হিসেবে এটিআর প্রিমিয়াম ফ্রোজেন ফুড, সাজ মেইকওভার অ্যান্ড বিউটি ক্লিনিক, ইউকে প্রডাক্টস বাই আয়মান এন্ড আমানা, ডেজলিং বাই শিলা, স্টাইল পয়েন্ট, বি ফ্যাশন ওয়ার, সাফারি কালেকশন, মাহি’স কালেকশন, ট্রান্সিডেন্ট, হিজামা হেলত কেয়ার, মালিহা’স কালেকশন, এফ অ্যান্ড এফ ফ্রিডম অ্যান্ড ফ্যাশন, সমু’স কিচেন, মৌলভীবাজারি অনলাইন সপ, মিনি অ্যান্ড মুনা এক্সক্লুসিভ কালেকশন, ডেন্টাল মেইকওভার এবং উইমেনস্পট স্কিন কেয়ার সহযোগীতা প্রদান করে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রিন্সেসেস গ্রুপের ক্রিয়েটর মালিহা মেহনাজ, ইসমত আরা নিলা, গ্রুপের এডমিনগন সহ শতাধিক সদস্যবৃন্দ।

গেট টুগেদারে উপস্থিত গ্রুপের সদস্যরা বক্তব্য রাখার পাশাপাশি, বিভিন্ন ধরণের খেলাধুলা, একে অন্যের গ্রুপকে সহযোগীতা করায় পুরস্কার প্রদান সহ মধ্যাহ্ন ভোজেও অংশগ্রহন করেন। বক্তব্যে বক্তারা “অনটাইম বিডি ডেলিভারি অ্যান্ড সার্ভিস” স্পন্সর সহযোগীতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি অতি অল্প সময়ে অনলাইন ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্বশীল সুন্দর সার্ভিসের প্রশংসাও করেন।
সার্বিকভাবে সুন্দর এবং গোছালো অনুষ্ঠান পরিচালনা করার জন্য সিলেটি প্রিন্সেসেস গ্রুপকেও বিশেষ ধন্যবাদ জানায় “অনটাইম বিডি ডেলিভারি অ্যান্ড সার্ভিস”।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: