জনপ্রিয় অনলাইন : চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানায়- ইসলামি চরমপন্থা ছড়িয়ে পড়া ঠেকাতেই এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নতুন এ নিষেধাজ্ঞায় বলা হয়- জনসম্মুখে অস্বাভাবিক লম্বা দাঁড়ি ও নারীদের পুরোপুরি মুখমণ্ডল ঢাকা পোশাক পরা যাবে না। এর আগে, বাসে চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।
এদিন জিনজিয়াংয়ের মুসলিমদের মধ্যে প্রচলিত আরও কিছু নীতি বাতিল করে চীনা কর্তৃপক্ষ। যার মধ্যে, সরকারি টেলিভিশন দেখা, সরকারি স্কুলগুলোতে শিশুদের পাঠানো এবং পরিবার পরিকল্পনা নীতি গ্রহণে অনীহার প্রতি কঠোরতা আরোপ করা হয়।
কিন্তু আল্লাহর সিদ্ধান্ত বুঝা বড় দায়। সম্প্রতি চীনে করোনা ভাইরাস মহামারি আকারে ধারণ করেছে। চীনে বসবাসকারিদের জন্য মাস্ক বাধ্যতা মূলক করা হয়েছে । সেখানে ২৪ ঘন্টায় মাস্ক ব্যবহার করতে হচ্ছে সবাইকে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: