সাহাদুল সুহেদ, মাদ্রিদ : স্পেনে
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা
হয়েছে। ২১ ফেব্রুয়ারি
স্থানীয় সময় সকালে দূতাবাসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে
একুশের কর্মসূচি শুরু করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ
খন্দকার। পরে সকাল ১১টায় দূতাবাস মিলনায়তনে একুশের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন
করা হয়। মিশন উপপ্রধান ও মিনিষ্টার এম হারুণ আল রাশিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা সাইফুল ইসলাম ও গীতা পাঠ
করেন শ্যামল তালুকদার।
পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,
পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান
যথাক্রমে মিশন উপপ্রধান এম হারুণ আল রাশিদ, বাণিজ্যিক
সচিব রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম ও দ্বিতীয় সচিব
তাহসিনা আফরিন শারমিন।
একুশের আলোচনায় রাষ্ট্রদূত
হাসান মাহমুদ খন্দকার তার বক্তব্যের
প্রথমেই বায়ান্ন’র ভাষা আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ভাষাকে মায়ের
মতো দেখতে হবে উল্লেখ করে রাষ্ট্রদূত আরো বলেন, মাকে
যেভাবে আমরা ভালোবাসি, সেভাবে বাংলা ভাষাকেও ভালোবাসলে
আমাদের ভাষা সমুন্নত থাকবে। সবসময় বাংলা ভাষার চর্চ্চা চালিয়ে যেতে হবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ
বিশ্বে যে উন্নয়নের রুল মডেল হয়েছে, তার বড় একটা ভিত্তি,
বড় বাহক হচ্ছে আমাদের ভাষা।
রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাসের
বিভিন্ন সেবার কথাও উপস্থিত প্রবাসীদের সামনে তুলে ধরেন।
আলোচনাসভায় বাংলাদেশ
অ্যাসোসিয়েশন ইন স্পেন এবং স্থানীয় আওয়ামী লীগ এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ
উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একুশে ফেব্রুয়ারির
তাৎপর্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সমস্বরে জাতীয় সঙ্গীত
পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Post A Comment:
0 comments: