জনপ্রিয় অনলাইন : জাপানে
কোয়ারান্টাইনে থাকা ক্রুজ শিপে করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃটিশ নাগরিকের মৃত্যু
হয়েছে। এটিই এ ভাইরাসে প্রথম কোনো বৃটিশ নাগরিকের মৃত্যুর ঘটনা। জাপানি গণমাধ্যমের
বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেস
বর্তমানে জাপানে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। নিহত ব্যক্তি ওই জাহাজেরই যাত্রী
ছিলেন। তার নাম এখনো প্রকাশ করা হয়নি। এর আগে ওই জাহাজের আরো ৫ জন মারা গেছেন
করোনা আক্রান্ত হয়ে। একইসঙ্গে তিনিই ওই নিহতদের মধ্যে প্রথম বিদেশি। জাপানের কয়োদো
সংবাদপত্র শুক্রবার এ খবর প্রকাশ করে।
Post A Comment:
0 comments: