লায়েবুর খাঁন : লন্ডন থেকে
প্রচারিত অনলাইন টিভি ৫২বাংলার দুই বছর পুর্তিতে ৫২বাংলা স্পেনের উদ্যোগে আগামী
কাল রোববার অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার ভিলেদোমাত রোডে ( Calle
villadomat, No: 02, CENTRO CIVIC ) ২৩ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৫ টায় অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনের বাংলাদেশ দূতাবাসের মিশন উপ
প্রধান এম হারুন আল রশিদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত
থাকবেন ৫২বাংলা টিভির প্রধান সম্পাদক ফারুক যোশী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত
থাকবেন কাতালোনিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফ্রান্সেসক রাফোলস, বার্সেলোনা অনারারী কন্সুলার রামন পেদ্রো, স্পেন বাংলা প্রেস ক্লাবের
সভাপতি সাহাদুল সুহেদ,৫২ বাংলা টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, কাতালোনিয়া অভিবাসন
ও নাগরিকত্ব বিষয়ক সম্পাদক অরিওল আমরস ই মার্স, স্পেন কাসা এশিয়াভিত্ত্বিক সংগঠনের
গেইলি পাতিন লালই, ৫২ বাংলার লন্ডন ব্যুরো চীপ এম এ জামান।
অভিবাসী অভিযাত্রায় ৩ বছর
শিরোনামে এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় রয়েছে স্পেন বাংলা প্রেসক্লাব।
প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠানটি সফল করতে স্পেন প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন
৫২বাংলা টিভি ইউরোপ ব্যুরো চীফ মো: সালাহউদ্দিন। এদিকে স্পেনে প্রতিষ্ঠা বার্ষিকী
অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে থেকে বার্সেলোনায় পৌঁছেছেন ৫২বাংলা টিভির প্রধান
সম্পাদক ফারুক যোশী,
সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি, লন্ডন
ব্যুরো চীফ এম এ জামান এবং চীফ ফটোগ্রাফার খালেদ হোসেন।
Post A Comment:
0 comments: