জনপ্রিয় অনলাইন : ‘পাখির ডানা বয়ে আনুক শুভ্র সকাল বয়ে যাক জরা, গ্লানি, এসো সঙ্গী হই’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয় ১১তম সম্মেলন ও কাউন্সিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাভার থানা সংসদের ১১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইসহাক হোসেন সাগর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ রাব্বি রেদোয়ান।
শুক্রবার (১৭ জানুয়ারি) সাভারের কলমার জিটিএফসি স্কুলে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সুমন আহমেদ রিয়ান, সহকারি সাধারণ সম্পাদক আকাশ রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আরমান মেহেদী, দপ্তর সম্পাদক লিমন, শিক্ষা গবেষণা ও প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুল বাকী, স্কুল ছাত্র ও বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাঈশা, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জিহাদ গাজী। কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম শাওন, বাবলু ইসলাম অর্ণব ও মমিন।
নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এর আগে “পাখির ডানা বয়ে আনুক শুভ্র সকাল বয়ে যাক জরা, গ্লানি, এসো সঙ্গী হই” এই স্লোগানকে সামনে রেখে শুরু হয় ১১তম সম্মেলন ও কাউন্সিল।
সকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপক শীল, ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম সাব্বির, সাধারণ সম্পাদক ফাহিম পবন ও জেলা-উপজেলার নেতা-কর্মীরা।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: