জনপ্রিয় অনলাইন : এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম
সোলেইমানিকে হত্যার প্রতিশোধের হুঙ্কার দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'কঠোর প্রতিশোধ' নেয়ার অঙ্গীকার করেছে।
ইরানের সংবাদ মাধ্যমে দেশটির নিরাপত্তা পরিষদ আজ এক বিবৃতিতে
জানায়, 'এমন দুঃসাহসিক সন্ত্রাসীমূলক কাজের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম এশিয়া অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের
বিশাল কৌশলগত ভুল, এবং যুক্তরাষ্ট্র সহজেই এর পরিণতি থেকে পাড় পাবে না।
তবে যুক্তরাষ্ট্রের ওপর কী ধরণের প্রতিশোধ নিবে তার বিস্তারিত
কিছু জানায়নি ইরান। তবে যুক্তরাষ্ট্রকে কড়া মাশুল দিতে হবে বলে হুঙ্কার দিয়েছে দেশটি।
শুক্রবার ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল
কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু
মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
ইরাকি সামরিক বাহিনী জানায়, বাগদাদের ওই আন্তর্জাতিক বিমানবন্দরে
কাসেম সোলাইমানির গাড়িবহরকে লক্ষ্য করে মোট তিনটি রকেট নিক্ষেপ করা হয়।
আগামীকাল জেনারেল কাসেম সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হবে
বলে জানিয়েছে ইরান।
এদিকে মার্কিন বাহিনীর এমন হামলার কড়া নিন্দা জানিয়েছে রাশিয়াসহ
কয়েকটি দেশ। বিবিসি, সিএনএন।
Post A Comment:
0 comments: