জনপ্রিয় অনলাইন : সাম’র্থবান মু’সলমানদের জন্য হ’জ একটি অ’ত্যাবশ্যকী’য় ইবাদত।তাছাড়া পবিত্র ঘর কাবা
শরীফ স্প’র্শ করার ইচ্ছে কার মনে না জাগে। প্রতিবছরই লাখ
লাখ মানুষ হ’জ করার উদ্দেশ্যে ম’ক্কায়
যান।
যাওয়ার মাধ্যম হিসেবে সবাই
বিমানকেই বেছে নেন। তবে মাঝেমধ্যে সাইকেলে ম’ক্কা যাওয়ার খবরও শোনা যায়। তেমন
তিনটি ঘটনা নিয়ে এ আয়োজন-ইন্দোনেশিয়ার এক পরিবার
বিশ্বের সর্বাধিক মু’সলিম
জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। দেশটি থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মু’সলিম হ’জ ও ওম’রা
পালনে সৌদি আরব গমন করে থাকেন। সাধারণত আকাশপথেই এই ধ’র্মীয়
কাজটি পালন করতে যান তারা।
কিন্তু ২০১৮ সালে হাজারো
দ্বীপপুঞ্জের দেশটি থেকে পাঁচ সদস্যের এক পরিবার বাইসাইকেল চালিয়ে ম’ক্কায় যান হ’জ পালন করার জন্য।
এই পুণ্যের যাত্রায় ছিলেন মু’সলিস
আবদুল্লাহ (৪৭), তার স্ত্রী’ জুলিয়ান্তি
হুসিন (৪৭), তাদের সন্তান মির্জা হাকিম (১৫), আহম’দ জাকি হাফিজ (১১) এবং ছয় বছর বয়সী
অলিভিয়া ইয়ুমনা।
তাদের দিক-নির্দেশনায় সঙ্গে
ছিলেন মু’সলিসের বন্ধু মোহামেদ দামাহুরি মুতালিব (৬২)।শুধু সাইকেল নয় পায়ে
হেঁটেও হ’জ পালন করেছেন অনেকে। এরমধ্যে অন্যতম বসনিয়ার সে’নাদ হাদজিক।
২০১২ সালে ৪৭ বছর বয়সী ওই
বসনিয়ান নাগরিক পায়ে হেঁটে পবিত্র ম’ক্কা নগরীতে গিয়ে পৌঁছান। এ যাত্রায়
তাকে ৫ হাজার ৯০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়।
Post A Comment:
0 comments: