জনপ্রিয় অনলাইন : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন,
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যদি সংঘাত শুরু হয় তাহলে তার প্রভাব সারা বিশ্বে পড়বে।
এ ধরনের সংঘাতের ফলে সারা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট হবে। মধ্যপ্রাচ্য
সফরের প্রথম দিনে সৌদি আরব পৌঁছে শিনজো অ্যাবে একথা বলেছেন।
তিনি আশা করছেন, তার সফরের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে চলমান
সামরিক ও রাজনৈতিক উত্তেজনা অনেকটা প্রশমিত হবে।
গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ইরানের কুদস ফোর্সের কমান্ডার
মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে। এরপর ইরান গত ৮ জানুয়ারি ইরাকে মার্কিন
সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয়। এ অবস্থায় দু'পক্ষের মধ্যে
সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এর মধ্যে জাপানি প্রধানমন্ত্রী পারস্য
উপসাগরীয় দেশগুলোর সফরে বের হয়েছেন।
গতকাল সৌদি আরব পৌঁছে শিনজো অ্যাবে সৌদি যুবরাজ মুহাম্মদ
বিন সালমানের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এ সময় আঞ্চলিক পরিস্থিতি নিয়েই মূলত
তাদের মধ্যে বেশি কথা হয়। শিনজো অ্যাবে পরিষ্কার করে বলেন, ইরানের মতো দেশের সঙ্গে
সংঘাতে জড়িয়ে পড়লে শুধুমাত্র আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে না বরং সারাবিশ্বের
স্থিতিশীলতা ও নিরাপত্তা এবং শান্তি বিঘ্নিত হবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সব দেশকে পরিস্থিতি
শান্ত করার জন্য উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
আমেরিকা, সৌদি আরব এবং ইরানের মধ্যে যখন প্রচণ্ড উত্তেজনা
চলছে তখন জাপান অনেকটা ভারসাম্যমূলক অবস্থান ধরে রেখেছে। আমেরিকার সাথে জাপানের দীর্ঘদিনের
বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তেমনি ইরানের সাথেও তাদের ঐতিহাসিকভাবে স্বার্থগত সম্পর্ক
রয়েছে।
Post A Comment:
0 comments: