জনপ্রিয় অনলাইন : মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস
আজ। তার অভিনয় বাংলা সিনেমায় যোগ করেছে অনন্য এক মাত্রা। রূপ, লাবণ্য, আকর্ষণীয় শারীরিক
গড়ন এবং অনন্য অভিনয়ের জাদুতে তিনি মুগ্ধতা ছড়িয়েছিলেন কোটি মানুষের হৃদয়ে। সুচিত্রা
সেনের প্রকৃত নাম রমা দাশগুপ্ত। ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের বৃহত্তর পাবনার সিরাজগঞ্জ
মহকুমার ভাঙাবাড়ি গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পাবনা শহরের বাড়িতে কেটেছে
তার শৈশব-কৈশোর।
১৯৪৭ সালে দেশভাগের আগে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান
তিনি। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমা দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু হয় এই কিংবদন্তি অভিনেত্রীর।
‘শেষ কোথায়’ তার প্রথম সিনেমা হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা সিনেমা ‘সাত নম্বর কয়েদি’।
আর প্রথম হিন্দি সিনেমা ‘দেবদাস’ মুক্তি পায় ১৯৫৫ সালে। সব মিলিয়ে ৬০টি সিনেমায় অভিনয়
করেছেন তিনি। এর মধ্যে বাংলা ভাষার সিনেমা ৫৩টি এবং হিন্দি ভাষার সিনেমা ৭টি।
১৯৫৪ সালে ‘সাড়ে চুয়াত্তর’ ও ‘অগ্নিপরীক্ষা’ সিনেমা দুটি
সুচিত্রাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। রূপালি পর্দায় সুচিত্রা সেনের নায়ক হিসেবে
অভিনয় করে সবচেয়ে বেশি সফল হয়েছেন মহানায়ক উত্তম কুমার। উত্তম-সুচিত্রার ৩০টি বাংলা
সিনেমা সাফল্য পায়। এর মধ্যে ‘অগ্নিপরীক্ষা’, ‘সবার উপরে’, ‘পাপমোচন’, ‘শিল্পী’, ‘সাগরিকা’,
‘পথে হল দেরি’, ‘হারানো সুর’, ‘গৃহদাহ’, ‘প্রিয় বান্ধবী’ ইত্যাদি সিনেমা উল্লেখযোগ্য।
১৯৬৩ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ সিনেমায় অভিনয়ের জন্য
তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ১৯৭২ সালে পান ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’।
এছাড়া ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বাংলাবিভূষণ সম্মাননা প্রদান করেন। সুচিত্রা
সেন ছিলেন অভিমানী।
কোনো এক অজানা কারণে প্রায় ৩৬ বছর ছিলেন লোকচক্ষুর অন্তরালে।
কলকাতায় একাকী থাকতেন বালিগঞ্জের ফ্ল্যাটে। স্বেচ্ছায় নির্বাসনে গিয়ে রহস্যময়ী ছিলেন
আমৃত্যু। ২০১৪ সালের ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে কলকাতার বেল ভিউ
হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সারা
দিনব্যাপী পাবনা জেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
সকালে মহানায়িকার পৈত্রিক বাড়িতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া বিকেলে
সুচিত্রা সেন সংগ্রহশালা চত্বরে প্রদর্শিত হবে তার অভিনীত বাংলা সিনেমা।
Post A Comment:
0 comments: