জনপ্রিয় অনলাইন : ফ্রান্সের প্যারিসের নিকটবর্তী একটি শহরের পার্কে ছুরি হামলায় অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। শুক্রবার (৩ ডিসেম্বর) প্যারিস থেকে ৮ কিলোমিটার দূরে ভিলেজুইফ শহরে ওই ছুরি হামলায় হতাহত হয় তারা। প্রসিকিউটর লরে বেকুউ সাংবাদিকদের জানিয়েছেন, আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ছুরিকাঘাতের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লরেন্ট নুনেজ। তিনি বলেন, 'হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা না করলে সে আরও মানুষকে আঘাত করার আশঙ্কা ছিলো।'
প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 'সুইসাইড ভেস্ট পরে স্থানীয় পার্কে পথচারীদের ওপর ছুরি হামলা চালায় এক ব্যক্তি। পুলিশের গুলিতে সে নিহত হওয়ার আগে বেশ কয়েকজনকে আঘাত করেছে।'

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: