জনপ্রিয় অনলাইন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনায় সোনালী প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী।

স্থানীয় সময় গত রোববার (২৯শে ডিসেম্বর ২০১৯) নিউইয়র্কের জুইস সেন্টারে মুজিব বর্ষ উদযাপন পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত জনকের কথা, কবিতা ও গান অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তরুণ রাজনীতিকের ভাবনা প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিশিষ্ট ছড়াকার মনজুর কাদের। এতে আরো বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী তাজুল ইমাম, বিশিষ্ট সাংবাদিক কৌশিক আহমেদ এবং নারীনেত্রী অধ্যাপিকা হোসনে আরা বেগম। এসময়, দেশটিতে বসবাসরত কবি, সাহিত্যিক, ছড়াকার, সাংবাদিকসহ বিপুল সংখ্যক সংস্কৃতিকর্মী ও প্রগতিশীল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: