আফাজ জনিঃ বার্সেলোনায় প্রবাসী
বাংলাদেশীদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দিন দিন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের সংখ্যা
বৃদ্ধি পাচ্ছে। পর্যটক নির্ভর এ নগরীতে আনুমানিক
সহস্রাধিক দেশীয় লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় আত্ম উন্নয়নের পাশাপাশি
সমাজ উন্নয়নে বিশেষ বিশেষ অবদানও রাখছেন। আর এ
ব্যবসাগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই
হচ্ছে আলিমেন্তাশিয়ন (গ্রোসারী শপ)।
বৃহঃবার (১৬.০১.২০২০) স্থানীয় একটি
রেস্টুরেন্টে উপস্থিত ব্যবসায়ীদের মধ্য থেকে নজরুল ইসলামকে সভার সভাপতি করে এ মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার মধ্যে চোর এবং ডাকাতের উপদ্রবকে
বিশেষভাবে চিহ্নিত করেন এবং আগামী সভার আগেই প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দকে
অবহিত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তেও উপনীত হন।
ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন
জয়নাল আহমদ, জাকির হোসেন, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, রায়হান আহমদ, মোঃ ফারুক বয়াতী,
দেলোয়ার হোসেন, শাহীন আহমদ, মোক্তাদির হোসেন মুক্তি, শিপলু আহমদ নিয়াজী, নজরুল ইসলাম,
কবির আহমদ, আলী হোসেন, নজরুল ইসলাম (২), মিনহার মাহমুদ, বিলাল হোসেন, মোঃ খোকন উদ্দিন,
লোকমান হোসেন, ইমরান হোসেন, সাব্বির আহমেদ, মোঃ করিম উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, আফাজ
জনি প্রমুখ।
সভায় ভবিষ্যৎ করনীয় এবং আলিমেন্তাসিয়ন
ব্যবসায়ীদের স্বার্থে সর্বসম্মতিতে নজরুল ইসলামকে আহবায়ক এবং শিপলু আহমদ নিয়াজী, জয়নাল
আহমদ, জসিম উদ্দিন, মোঃ খোকন উদ্দিন, মোঃ ফারুক বয়াতী, মোঃ করিম উদ্দিন, কবির আহমদ,
রায়হান আহমদ, জাকির হোসেন এবং শাহীন আহমদ যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক
কমিটি ঘোষণা করা হয়। এ সময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য আলিমেন্তাসিয়ন মালিক
সমিতি বার্সেলোনা (সম্ভাব্য) নামও ঘোষনা করা হয়।
উপস্থিত সকল ব্যবসায়ীদের ধন্যবাদ
জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন আয়োজিত সভার সভাপতি নজরুল ইসলাম।
Post A Comment:
0 comments: