ফয়জুল হক : বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন করেছে বার্সেলোনার বাংলাদেশীদের দারা পরিচালিত একমাত্র স্কুল বার্সেলোনা বাংলা স্কুল।
 ২০শে ডিসেম্বর স্থানীয় সময় শুক্রবার বিকাল ০৬ঘটিকায় বার্সেলোনা বাংলা স্কুলের হলরুমে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা স্কুলের সভাপতি আলা উদ্দিন হক নেসা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুয়েলা পিয়া এর পরিচালক আদোয়ার্দ মাখা হীরাও,ইউনিভার্সিটি অব বার্সেলোনার প্রফেসর ডেভিড বনদিয়া গার্ছিয়া,স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি শাহ আলম স্বাধীন,স্কুল পরিচালনা কমিটির উপদেষ্টা মো.আউয়াল ইসলাম । ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন বাংলা স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.শাহ আলম স্বাধীন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বাংলা স্কুলের শিক্ষিকা মুন্নি শফিকের সঞ্চালনায় শুরু হয় স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কবিতা আবৃত্তি
,নাচ,গাণ, নৃত্য,ছবি আঁকা,অভিনয় ও যেমন খুশি তেমন সাজ। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা স্কুলের উপদেষ্ঠা এম নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বনি হায়দার মান্না, স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আফাজ জনি,সদস্য সালাউদ্দিন,সদস্য সালেহ আহমেদ,বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুহেল,বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সুহেল খাঁন,মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি মেহতা হক,বন্ধু সুলভ মহিলা সংগঠনের সভাপতি শিউলি আক্তার ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকা,
ভয়েস অব বার্সেলোনার সভাপতি  ফয়ছল আহমেদ, বিএনপি নেতা আযমল আলী, ভয়েস অব বার্সেলোনার সাধারন সম্পাদক এ আর লিঠু, স্পেন বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক লায়েবুর খাঁন, কাতালোনিয়া রাজনৈতিক দল ইআরসির সংসদ সদস্য রর্বাড মাসিহ নাহার,কমিউনিটি নেতা শফিক ইসলাম  সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ সহ বার্সেলোনার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: