জনপ্রিয় অনলাইন: স্পেনের
রাজধানী মাদ্রিদের উত্তর-পূর্বাঞ্চলে একটি ‘সঙ্গীহীন বিদেশি শিশু’দের শিবিরে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তবে গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার
আগেই তা নিষ্ক্রীয় করেছে বোমা নিষ্ক্রীয়করণ কর্তৃপক্ষ। বুধবার (৪ ডিসেম্বর) জাতীয়
পুলিশ বাহিনীর সদর দফতরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম
গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশের মুখপাত্র জানান, মাদ্রিদের
পার্শ্ববর্তী হরতালেজার ওই ক্যাম্পের অভ্যর্থনা সেন্টারে নিক্ষিপ্ত ওই গ্রেনেডটিতে
সামান্য পরিমাণে বিস্ফোরক ছিল। এটি নিষ্ক্রীয় করা হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া
যায়নি।
স্পেনের পুলিশ বাহিনীর ওই
মুখপাত্র বলেন, ‘বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শিবিরের
বহিঃপ্রাঙ্গনে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান কর্মকর্তারা। পরে সেখানে জাতীয়
পুলিশ বাহিনীর বিশেষ প্রশিক্ষিত কর্মকর্তা যান। ক্যাম্প থেকে শিশুদের নিরাপদে
সরিয়ে নেওয়া হয়। এবং বোম্ব স্কোয়াডের কর্মকর্তার ওই বস্তুটি নিষ্ক্রীয় করে। এটা
বাইরে থেকে ব্যাগে করে সেখানে নিক্ষেপ করা হয়েছে।’
শিশুদের ওপর বুধবারের হামলাই
প্রথম নয়, আগেও তাদেরকে টার্গেট করা হয়েছে। ১০ নভেম্বর নির্বাচনের আগের রাতে
কয়েকজন শিশুকে মরধর করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইআই পেইস’র
প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরেও সেখানে ৩০ জনের মতো তরুণ
প্রবেশের চেষ্টা চালিয়েছিল।
বামপন্থী রাজনৈতিক দল ইউনিদাস
পোদেমস’র মুখপাত্র ইসাবেল সেরা টুইটবার্তায় লিখেছেন, ‘সঙ্গীহীন অভিবাসী শিশুদের অপরাধীকরণের প্রভাব পড়বে।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অভিবাসনবিরোধী ডানপন্থী
ভক্স পার্টির নেতা রোচিও মোনাস্তারিওকে দায়ী করেছেন ইসাবেল সেরা। তিনি বলেন,
‘এ ঘটনা তাদের নির্দেশে হয়েছে, মোনাস্তারিও
দায়ী।’
এর আগে মোনাস্তারিও বলেছিলেন, মেনাস
(সঙ্গীহীন বিদেশি শিশুর আঞ্চলিক নাম) একটি মারাত্মক সমস্যা।
ওই উগ্র ডানপন্থী রাজনৈতিক
দলের প্রধান সান্তিওগো আবাসক্যালের সাম্প্রতিক এক বক্তব্যের পর হরতাজেলার ওই শিশু
ক্যাম্প আলোচনায় আসে। তিনি দাবি করেন, শিশু শিবিরের কারণে ওই অঞ্চলের
স্থানীয় বাসিন্দারা অনিরাপদবোধ করায় এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে।
ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির
ভাইস সেক্রেটারি জেনারেল অ্যাড্রিয়ানা ল্যাসত্রা বলেছেন, ‘ওই
বক্তব্যের ধারাবাহিকতায় এমনটি ঘটছে। এটি ঘৃণাজনিত বক্তৃতা থেকে আসছে।’ এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘এর বিরুদ্ধে
অনলাইনে, রাস্তায় ও আমাদের প্রতিষ্ঠানগুলোতে লড়াই করা
দরকার।’
তবে উগ্র ডানপন্থী ভক্স পার্টি
এ হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এর
মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিরোধীরা। এটি দুঃখজনক। সহিংসতা কখনো
ন্যায়সঙ্গত হতে পারে না। আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর তদন্তের সিদ্ধান্তের
অপেক্ষায় আছি।’
Post A Comment:
0 comments: