জনপ্রিয় অনলাইন : আফ্রিকার দেশ বতসোয়ানায়, বাংলাদেশ
এসোসিয়েশনের উদ্যোগে,৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা
হয়েছে।
গত ২১শে ডিসেম্বর দেশটির রাজধানী
গ্যাবরনের ওয়েসিস মোটেলে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার
সাব্বির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বতসোয়ানার
জুয়ানেং আসনের সরকার দলীয় এমপি মিস্টার রাটিলে, গানচি
আসনের এমপি মি. মুসামাই ও ফারমার মিনিষ্টার সেরেলেটসু। বক্তব্য রাখেন, ব্যাবের চেয়ারম্যান আজিজুল হাকিম, সেক্রেটারি
জেনারেল লায়ন লোকমান হাকিম ,ব্যাবের সদ্য বিদায়ী
চেয়ারম্যান তারিকুল ইসলাম বাবুল, ফাউন্ডার সেক্রেটারী
জেনারেল শাহজাহান সিরাজ ও সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান এমএকে আজাদ। এতে, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ
মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও বাংলাদশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরচালনা
করেন আলীমুল হাকিম।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: