জনপ্রিয় অনলাইন : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উষ্ণতা নিয়ন্ত্রণে বিশ্ব পর্যাপ্ত কাজ করা হচ্ছে না উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সতর্ক করেছেন। তিনি বলেছেন, এমন বিপজ্জনক আশঙ্কা রয়েছে যে, আমরা এমন একটি পরিস্থিতির দিকে চলে যেতে পারি যেখান থেকে হয়তো ফিরে আসার সুযোগ থাকবে না।

সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এর প্রতিবেদন অনুসারে, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে গেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে। 
সোমবার স্পেনে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের শুরুর আগে জাতিসংঘ মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের প্রচেষ্টা নিতান্তই অপ্রতুল। আমরা এমন কোনও অবস্থায় চলে যেতে পারি যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না।
গুতেরেস বলেন, তাপমাত্রা বৃদ্ধির হার এখন অনেক বেশি এবং এর প্রভাবে আবহাওয়াও অনেক বিরুপ হয়ে গেছে। সারাবিশ্বেই এই পরিবর্তন টের পাওয়া যাচ্ছে। মানবজাতিসহ প্রাণিকূলের ওপর যা ভয়াবহ পরিণাম ডেকে আনবে।
মাদ্রিদে শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক কার্বন বাজারের নীতিমাল প্রণয়নে গুরুত্ব দেওয়া হবে।
গুতেরেস বলেন, বৈশ্বিক উষ্ণতা মোকাবিরায় বৈজ্ঞানিক ও কারিগরী সক্ষমতা বিশ্বের আছে। কিন্তু এটি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।
মহাসচিব বলেন, “‘ফিরে না আসার অবস্থাবসে নেই। এটি যেন আমাদের দিকে তেড়ে আসছে।  প্রকৃতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমরা জানি যে এটি সম্ভব।
গুতেরেস আরও বলেন, ‘বিশ্বের ৭০টি দেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। সবাই একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। তবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, বিশ্বের বড় কার্বন নিঃসরণকারী দেশগুলো যথাযথ ভুমিকা রাখছে না। তাদের সহায়তা ছাড়া আমাদের লক্ষ্য অর্জন সম্ভব নয়।
সুত্র : আল জাজিরা

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: