জনপ্রিয় অনলাইন : বাংলাদেশ
কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা আয়োজন করেছে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট।
আগামীকাল ২৪শে নভেম্বর রোজ রোববার বিকাল ০৪ ঘটিকা থেকে রাত ০৯টা পর্যন্ত স্থানীয়
বার্সেলোনার মঞ্জূইক স্টেডিয়ামে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব বার্সেলোনা বনাম
লন্ডন টাইগার্স এর মধ্যে টি ২০ ডে/নাইট খেলাটি শুরু হবে এবং একদিনের মধ্যে খেলার
সমাপ্তি করা হবে। বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুন এবং
ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন আমাদের জানান বার্সেলোনায় বসবাসরত সকল প্রবাসী
বাংলাদেশী নারী/পুরুষ যেন মাঠে গিয়ে খেলাটি উপভোগ করেন এবং বাংলাদেশ খেলোয়াড়দের
উৎসাহ উদ্দিপনা দেন।
উল্লেখ্য: (T20 খেলাটি কাসা ই কুইনার চেয়ারম্যান ও স্পেন
বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি রাসেল হাওলাদার এর সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে।)
Post A Comment:
0 comments: