জনপ্রিয় অনলাইন : স্প্যানিশ লা লিগে প্রতিপক্ষ লেগানেসের মাঠে পিছিয়ে
পড়েও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ২-১ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের
শীর্ষেই রইল বার্সেলোনা।
লেগানেসের মাঠে ম্যাচের ১২ মিনিটের মাথায়ই গোল খেয়ে বসে বার্সা। বাম
পায়ের দারুণ এক শটে বার্সার জালে বল জড়িয়ে দেন ইউসেফ।
গোল হজম করার পর প্রথমার্ধেই অনেক আক্রমণ আর প্রতি আক্রমণে বার্সা
চেষ্টা করেছিল সমতায় ফিরতে;
কিন্তু সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারেনি তারা।
বিরতি থেকে ফিরে এসে গোল শোধ করে লিওনেল মেসিরা। ৫৩ মিনিটে সমতাসূচক
গোলটি করেন লুইস সুয়ারেজ। লিওনেল মেসির বাঁ-পায়ের শট থেকে ভেসে আসা বলে দুর্দান্ত
এক হেডে লেগানেসের জালে বল জড়ান সুয়ারেজ।
ম্যাচের ৭৯ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন চিলিয়ান তারকা আর্তুরো
ভিদাল। কর্নার থেকে আসা বলটি ভিদাল পেয়ে যান বক্সের মধ্যে। এরপর বাম পায়ের শটে
তিনি বল জড়ান লেগানেসের জালে। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্নেস্তো
ভালভার্দের শীষ্যরা।
Post A Comment:
0 comments: