জনপ্রিয় অনলাইন : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এর প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি) মাইনুল হোসেন খান নিখিল।
 গত ২৩ নভেম্বর সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কংগ্রেসের উদ্বোধন করার পর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী যুবনেতা আলিম উদ্দিন সুমন।আলিম উদ্দিন সুমন ২৩নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেসে ঢাকায় ফ্রান্সের একমাত্র প্রতিনিধি হিসেবে যুগদান করেন এবং সেখানে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন ।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: