জাফার হোসাইন : বাংলাদেশ
দূতাবাস মাদ্রিদের উদ্যোগে কাতালোনিয়ায়
বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কন্সুলার সেবা প্রদান করা হয়েছে। গত ৯ নভেম্বর
বার্সেলোনায় স্থানীয় একটি স্কুলের হলরুমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
কন্সুলার সেবা গ্রহণ করতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমান।
বার্সেলোনা, সান্তা
কলোমা ও আশেপাশের প্রবাসী বাংলাদেশিদেরকে ১১৫ টি পাসপোর্ট বিতরণ,১৫৬ টি পুরাতন এমআরপি রি-ইস্যু ও ০৬ বছরের কম বয়সী বাচ্চাদের এমআরপি'র আবেদন গ্রহণ, ০৯ জনের নতুন এমআরপি'র এনরোলমেন্ট, ২৮ টি ভিসা ও এনভিআর-এর আবেদন
গ্রহণ, ৬৬ টি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যয়ন ও ১৫ টি
সার্টিফিকেট সত্যায়ন করা হয়।
এসময় বাংলাদেশ দূতাবাসের
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ ও
ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মোহাম্মদ শরিফুল ইসলাম।
Post A Comment:
0 comments: