জাফার হোসাইন : বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের  উদ্যোগে কাতালোনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কন্সুলার সেবা প্রদান করা হয়েছে। গত ৯ নভেম্বর বার্সেলোনায় স্থানীয় একটি স্কুলের হলরুমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কন্সুলার সেবা গ্রহণ করতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমান।

বার্সেলোনা, সান্তা কলোমা ও আশেপাশের প্রবাসী বাংলাদেশিদেরকে ১১৫ টি পাসপোর্ট বিতরণ,১৫৬ টি পুরাতন এমআরপি রি-ইস্যু ও ০৬ বছরের কম বয়সী বাচ্চাদের এমআরপি'র আবেদন গ্রহণ, ০৯ জনের নতুন এমআরপি'র এনরোলমেন্ট, ২৮ টি ভিসা ও এনভিআর-এর আবেদন গ্রহণ, ৬৬ টি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যয়ন ও ১৫ টি সার্টিফিকেট সত্যায়ন করা হয়।

এসময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ ও ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মোহাম্মদ শরিফুল ইসলাম।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: