জনপ্রিয় অনলাইন : দৈনন্দিন কর্মপরিকল্পনার সামান্য বাহিরে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আনন্দময় কিছুটা সময় কাটানোর জন্য বার্সেলোনার শরীয়তপুর জেলা সমিতি আয়োজন করে বার্ষিক বনভোজনের।গত
১৩ই অক্টোবর রোজ রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় দিনের শুরুতেই বার্সেলোনা শহর থেকে যাত্রাকরা
বাস দু’টি দুপুরের আগেই গন্তব্যস্থল “পার্ক সামা”তে পৌছামাত্রই শরীয়তপুরের বনভোজনটি
এক পারিবারিক মিলন মেলায় পরিনত হয়।
বনভোজনে হরেক স্বাদের পিঠাপুলির
আয়োজন না থাকলেও যাত্রাকালিন নাস্থা থেকে শুরু করে রকমারি খাবারের আয়োজনে উপস্থিতিরা
ছিলেন বেশ তৃপ্ত।
আলাদা আলাদাভাবে ছোট এবং বড়দের
মধ্যে মিউজিক্যাল রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ীসহ বনভোজনে উপস্থিত সকলকে সংগঠনের
পক্ষ থেকে বিশেষ পুরষ্কারে সম্মানিত করা হয়।
বনভোজনে সমিতির সভাপতি হাজী মোঃ সুলতান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাসেল হাওলাদার ছাড়াও সহ সভাপতি জাকির হোসেন খান, সহ-সভাপতি খাদিজা আক্তার মনিকা, সহ-সভাপতি মোঃ আশরাফ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন
হিরন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হাসান, শাখাওয়াত হোসেন, মোঃ রিয়াদ হাওলাদার, রুবেল খান, জাফর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথির মধ্যে বিজনেস
ক্লাব স্পেনের সিঃ সহ সভাপতি শফিক খান, সদস্য মোহাম্মদ সোহেল, নুরু ভূইয়া
উপস্থিত ছিলেন।
সভাপতি হাজী মোঃ সুলতান এবং সাধারণ সম্পাদক
হাজী মোহাম্মদ রাসেল হাওলাদার উপস্থিত সকল সদস্য এবং অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানানোর
পাশাপাশি আগামী প্রজন্মকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে বার্সেলোনায় সকল প্রবাসী
বাংলাদেশীদের একটি প্লাটফর্মে এসে একযোগে কাজ করার আহ্বান জানান।
সুত্র : বিদেশ নিউজ ।
Post A Comment:
0 comments: