জনপ্রিয় অনলাইন : গ্রেফতারের পর গত রোববার রাতে শাহবাগ থানায় অফিসারদের কক্ষেই ঘুমিয়েছেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। গতকাল সোমবার সকালে প্রিজন ভ্যানে তোলার আগে পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমানের কক্ষে সকালের নাস্তাও সেরেছেন।
শাহবাগ থানা সূত্রে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে থানার এক এসআই জানান, শাহবাগ থানায় ওসি মোয়াজ্জেম বেশ আরামে রাত্রিযাপন করেছেন। অন্য কয়েদিদের সঙ্গে রাত্রিযাপন করতে হয়নি তাকে। তাকে খাবারও পরিবেশন করা হয়েছে আলাদাভাবে।

গতকাল দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসলাম জগলুল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে ওসি মোয়াজ্জেমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম বলেন, সাধারণত বন্দিদের প্রথম রাতে আমদানিতে রাখা হয়। পরদিন সকালে তাদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। তবে ওসি মোয়াজ্জেমকে আমদানিতে রাখা হবে না। নিরাপত্তার বিষয় চিন্তা করে তাকে আমাদানিতে রাখা হবে না। আমদানিতে সাধারণত বিভিন্ন মামলায় আটকদের রাখা হয়। সেখানে তার পরিচয় পেয়ে কেউ আক্রমন চালাতে পারে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: