জনপ্রিয় অনলাইন : স্পেন জাতীয়
ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন লুইস এনরিক। ব্যাক্তিগত কারণ
দেখিয়েই তিনি স্পেন দল ছেড়েছেন। রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর গত বছরের জুলাই মাসে
এনরিককে দায়িত্ব দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
কিন্তু
বছর ঘোরার আগেই দায়িত্ব ছেড়ে দিলেন এনরিকে। চুক্তিতে ২০২০ সালের জুলাই পর্যন্ত
সময়ের জন্য সাক্ষর করলেও,
গত মার্চ থেকেই জাতীয় দলের চেয়ে দূরে ছিলেন এনরিকে। এবার বাধ্য
হয়ে পুরোপুরিই ছেড়ে দিয়েছেন দায়িত্ব।
এনরিকে দায়িত্ব ছেড়ে গেলেও নতুন কোচ প্রস্তুত আছে স্পেনের। গত মার্চ থেকে এনরিকের
দায়িত্ব পালন করছিলেন তার সহকারী কোচ রবার্ট মোরেনো। এবার মোরেনোই দায়িত্ব নেবেন
পূর্ণাঙ্গ মেয়াদে।
স্প্যানিশ
ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস এনরিকের সিদ্ধান্তের প্রতি সাধুবাদ
জানিয়ে বলেন, ‘এনরিকে নিজে এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ। সে ব্যক্তিগত
কারণে সরে দাঁড়িয়েছে। এটা অন্য কেউ কিছু করতে পারবে না। আমাদের শুভকামনা থাকছে তার
জন্য। ’
Post A Comment:
0 comments: