জনপ্রিয় অনলাইন : ফ্রান্সের পিংক নগরী খ্যাত তুলুজ শহরে রোববার বৈষাখী মেলা। প্রতিবারের ন্যায় এবারো ফ্রান্সের তুলুজ শহরে বাংলাদেশী কমিউনিটি এ্যাসোসিয়েশন তুলুজের উদ্যুগে অনুষ্টিত হবে বৈশাখী মেলা।
শহরের ৫ সিমা আউদিবেতে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চল্বে।তুলুজ শহরের মেয়র জন লুক মুদানক,বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদুত কাজী ইমতিয়াজ হোসেন, ওয়ার্ল্ড বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এলায়েত উল্লাহ বৈশাখী মেলায় অতিথি হিসাবে উপস্হিত থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম।এছাড়া অনুষ্ঠানে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন লন্ডন থেকে আগত লাবণী বড়ুয়া ও স্হানীয় শিল্পীরা।বরাবরের মত বৈশাখী এ অনুষ্ঠানে তুলুজ প্রবাসী রমনীদের হাতের তৈরী পিঠাপুলির আসর বসবে এই মেলায়।অনুষ্ঠানের পূর্বমুহুর্তে প্রবাসী লেখক কাজী এনায়েত উল্লাহ বিশ্ব প্রবাস বইয়ের মোড়ক উম্মোচন করা হবে তুলুজে।সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিম আরও জানিয়েছেন,এবারের বৈশাখী মেলার অনুষ্ঠানে ফ্রান্সের মাটিতে প্রথম শহীদ মিনার স্হাপনের ঘোষনা দেয়া হবে।
যা ফ্রান্সের বাংলাসেশী কমিউনিটির জন্য ইতিহাস হয়ে থাকবে।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: