আফাজ জনিঃ কাতালোনিয়া স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল। বার্সেলোনার কার্রেতেস রোডের একটি হলে শনিবার (১লা জুন ২০১৯) অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। 
কাতালোনিয়া স্বেছাসেবকলীগ সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মির্জা সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহ আলম স্বাধীন। কাতালোনিয়া স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ও ইদ্রিস হাওলাদারের স্বাগতিক বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা।
এ সময় অন্যানের মধ্যে আওয়ামীলীগ নেতা মহিবুল হাসান খান কয়েস, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মোঃ হানিফ শরীফ,
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল, স্বেচ্ছাসেবকলীগের উপদেষ্ঠা সোবহান মিয়া, শান্তাকলমা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির মজনু, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রাজিব হোসাইন, সহসভাপতি জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোজাফ্ফর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, মানবাধিকার সম্পাদক সুজাত আহমেদ, মহিলা সম্পাদিকা হীরা জামান, সদস্য নিজাম উদ্দিন, নূর ইসলাম, ক্রীড়া সম্পাদক আবদাল মিয়া, সদস্য আব্দুল আলীম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতারপূর্বে ইসলামী আলোচনা এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন মাওলানা আবুল হাসান।
আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মির্জা সালাম।


Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: