জাফার হোসাইনঃ স্পেনের বার্সেলোনার প্রবাসী জকিগঞ্জবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও
ইফতার মাহফিল। মঙ্গলবার (২৮শে মে) বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে জকিগঞ্জ
প্রবাসীরা এ মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে
স্থানীয় প্রবাসী সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ছাড়াও
পাকিস্থানী এবং মারক্কিশ মুসল্লীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও জকিগঞ্জের আব্দুল মুকিত খান, নিজাম উদ্দিন, হেলাল আহমদ চৌঃ, মেহরাব
হোসেন মাসুম, শিহাব রহমান তাফাদার, মোশাহিদ আহমদ তাফাদার সামু, জুবের আল মাহমুদ, ছাদ উদ্দিন খান, বদরুল হক,
আল আমিন, জালাল আহমদ, আব্দুল্লাহ, শহিদুল ইসলাম, শাহিন আহমদ, রুহুল আমিন, হারুন আহমদ, লায়েক আহমদ, রফিক আহমদ,
বাবর আহমদ চৌধুরী, জয়নাল আবেদিন
প্রমূখ
উপস্থিত ছিলেন।
জকিগঞ্জ
প্রবাসীদের পক্ষে উপস্থিত দাওয়াতি এবং মুসল্লীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন
করেন আব্দুল মুকিত খান।
অনুষ্ঠানে এ
সময় শিশু শিল্পী জিহান খান ইসলামী সংগীত পরিবেশন করেন।
ইফতার
পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম।
Post A Comment:
0 comments: